আমাদের প্রজেক্টে যারা Research Assistant হিসেবে কন্ট্রিবিউট করবেন তাদের স্ক্রিনিং প্রসেস চলছে। স্ক্রিনিং শেষ হলে ব্যক্তিগতভাবে জানানো হবে। স্ক্রিনিং-এর পর Research Assistant' দের নিয়ে ওয়ার্কশপ/ট্রেইনিং এর আয়োজন করা হবে যেখানে রিসার্চের থিম, ডাটা কোয়ালিটি নিয়ে আলোচনা করা হবে। আমরা ডাটা কোয়ালিটি নিয়ে কোন রকমে ছাড়া দিতে রাজী নই। এটিই হবে মূলত আমাদের স্ট্রেংথ।
যারা এই মুহূর্তে এক্টিভলি ইনভল্ভ হতে পারবে না তাদেরকে নিয়ে একটি পুল গঠন করা হবে। প্রয়োজনে সেখান থেকে যোগাযোগ করা হবে। তাছাড়া যারা রিসার্চার হিসেবে ট্রেইন্ড হতে চায় তাদের সুযোগ সবসময়ই থাকবে।
থ্যালাসেমিয়া নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ব্যাপী সচেতনতামূলক রিসার্চ প্রজেক্ট নিকট ভবিষ্যতে শুরু হবে। এই প্রজেক্টের রিসার্চ প্রটোকল এবং অন্যান্য বিষয়াদী মোটামুটি রেডি রয়েছে। চিকুনগুনিয়া যেহেতু সময়ের দাবী, সেজন্য আমাদের রিসোর্স এদিকে ফোকাস করা হয়েছে। চিকুনগুনিয়া প্রজেক্ট শুরু হয়ে গেলে এটি অটোমেটিক্যালি রান করবে, ইনশাল্লাহ।
এরপর আমরা থ্যালাসেমিয়া প্রজেক্ট নিয়ে মাঠে নামব ইনশাল্লাহ।
যারা এই মুহূর্তে এক্টিভলি ইনভল্ভ হতে পারবে না তাদেরকে নিয়ে একটি পুল গঠন করা হবে। প্রয়োজনে সেখান থেকে যোগাযোগ করা হবে। তাছাড়া যারা রিসার্চার হিসেবে ট্রেইন্ড হতে চায় তাদের সুযোগ সবসময়ই থাকবে।
থ্যালাসেমিয়া নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ব্যাপী সচেতনতামূলক রিসার্চ প্রজেক্ট নিকট ভবিষ্যতে শুরু হবে। এই প্রজেক্টের রিসার্চ প্রটোকল এবং অন্যান্য বিষয়াদী মোটামুটি রেডি রয়েছে। চিকুনগুনিয়া যেহেতু সময়ের দাবী, সেজন্য আমাদের রিসোর্স এদিকে ফোকাস করা হয়েছে। চিকুনগুনিয়া প্রজেক্ট শুরু হয়ে গেলে এটি অটোমেটিক্যালি রান করবে, ইনশাল্লাহ।
এরপর আমরা থ্যালাসেমিয়া প্রজেক্ট নিয়ে মাঠে নামব ইনশাল্লাহ।
Comments