Skip to main content

রিসার্চ করে কী লাভ?

বেশ কয়েক মাস আগে দেশের অন্যতম শিল্পপতির (টেক্সটাইল সেক্টরে) সাথে সাক্ষাত করেছিলাম যিনি খুব ভাল মনের মানুষ। বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের কথা জেনে তিনি নিজে আমাদের সাথে কথা বলতে চেয়েছেন। সেখানে তিনি আরেক শিল্পপতি বন্ধুকেও আমাদের আলোচনা শুনতে ইনভাইট করেছিলেন। প্রায় দেড় ঘণ্টা মিটিং-এ তিনি দারিদ্য বিমোচন নিয়ে কথা বললেন। একজনকে রিক্সা কিনে দিলে কি লাভ হয় তা বুঝালেন। বস্তির শিশুদের স্কুলে পড়ানোর ইস্যুও তুললেন। কিন্তু রিসার্চ করে কি ধরনের ভিজিবল বেনিফিট দেখার স্কোপ আছে? আমরা সেসময় আমাদের থ্যালাসেমিয়া রিসার্চ প্রজেক্টের কথা বললাম। আমরা পেপার লিখছি। দেশের একটি বড় প্রবলেমকে আমরা রিসার্চের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।এতে দেশের স্বাস্থ্য মন্ত্রানালায় হয়ত উদ্যোগ নিতে পারে। আগে তো প্রবলেমকে জানতে হবে, তাই না? দেশের প্রায় এক থেকে দেড় কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক। একটি পরিবারে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু থাকলে পুরো পরিবারটি ধবসে পড়ে।এটি বোধগম্য থাকলে তা সমাধান করা যাবে। দেশের সরকার উদোগ নিলে মিলিয়ন মিলিয়ন মানুষ সেবা পাবে।আমরা অনেক চেষ্টা করেও বুঝাতে পারলাম না। তিনি মনে করলেন সেগুলো থিউরী,বাস্তবে সম্ভব না! ফেরার সময় মনে হলো সাধারন মানুষকে রিসার্চের ফাইন্ডিংস এর সুদূরপ্রসারী ইম্পেক্ট বুঝাতে আমাদের কিছু ভিজিবল আউটকাম সৃষ্টি করতে হবে।

মাত্র কয়েক মাসের ব্যবধানে আমাদের থ্যালাসেমিয়া পেপারটি পাবলিশ হয়। পরবর্তীতে এটি ফেসবুকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রনালয়ে পৌঁছে যায়। রংপুর মেডিকেল কলেজের একজন শিক্ষক তিনি ফেসবুকের মাধ্যমে সরকারের দৃষ্টিগোচর করেন। তিনি আমার সাথে পার্সোনালীও যোগাযোগ করে সেখানের আলোচনাতে অংশ নিতে বলেন। সেখানে দেশে যারা থ্যালাসেমিয়া নিয়ে কাজ করে যাচ্ছে তারাও একত্রিত হন। অনেক ফলপ্রসূ আলোচনা হয়। অবশেষে স্বাস্থ্য মন্ত্রনালয় মিটিং এর আয়োজন করেন। চিকুনগুনিয়াতে আক্রান্ত হওয়ার কারনে আমি মিটিং-এ যেতে পারিনি। তবে আমাদের পাবলিশ পেপারটি যোগসূত্র স্থাপনে ভূমিকা রেখেছে। আগত সদস্যদের সবাইকে ঐ পেপার কপি করে দেয়া হয়!থ্যালাসেমিয়া নিয়ে যাতে পলিসি হয় তা নিয়ে সেজন্য দেশের সিনিয়র বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন। হয়ত কয়েক বছরের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় থ্যালাসেমিয়া স্ক্রিনিং এবং ডায়াগনোসিসের সিস্টেম গড়ে উঠবে যার ফলে মিলিয়ন মিলিয়ন মানুষ উপকৃত হবে। আমরা প্রজেক্টের শুরু থেকেই এই উদ্দেশ্যকে সময় এবং মেধা ব্যয় করেছিলাম।
আশা করি ঐ শিল্পপতির সাথে আবার সাক্ষাত করব। হয়ত তিনি এবার রিসার্চ আউটপুটের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন! চিকুনগুনিয়া রিসার্চ প্রজেক্ট নিয়ে আমাদের অক্লান্ত এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যত রোগীরা উপকৃত হবেন। আমাদের উচিত শুধু পজিটিভ প্রচেষ্টা চালিয়ে যাওয়া। বাকীটা আল্লাহ দেখবেন।

Comments

Popular posts from this blog

থ্যালাসেমিয়া ন্যাশনাল ইস্যু সৃষ্টিতে BRFএর রিসার্চ ইফোর্ট কী ভাবে পার্ট হলো?

Posting on behalf of Dr. Sorowar Hossain সিঙ্গাপুর ১০+ বছর রিসার্চ লাইফ কাটিয়ে দেশে ফিরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। যেহেতু সিংগাপুরের ল্যাব রিলেটেড স্কিল দেশে এপ্লাই করার স্কোপ নেই, তাই শুরু থেকে পাবলিক হেলথ ফিল্ডে ফোকাস করি। দেশের হেলথ সেক্টর অজানা, অপরিচিত ছিল। ইমেলে randomly যোগাযোগ করে বারডেমের ড তানভীরা সুলতানা (Tanvira Afroze Sultana) আপার সাথে যোগাযোগ হয়। আমরা দুজনে ব্লাড ক্যান্সার নিয়ে কাজ করি। ডাটা এনালাইসিস করতে গিয়ে দেখা গেল এনাফ ডাটা নেই। অন্য কোন প্রতিষ্ঠানকে জড়িত করা যায় কিনা তা তানভীরা আপাকে জানালাম। তিনি হেমালোজিস্টদের একটি মিটিং এ নিয়ে গেলেন। সেই মিটিং-এ প্রফেসর মনজুর মোরশেদ স্যারের সাথে পরিচয় হলো। অবশেষে ব্লাড ক্যান্সার সংক্রান্ত ৫০০০ কেইস এনালাইসিস করে প্রথম পাবলিকেশন হলো যেখানে ১৪টি প্রতিষ্ঠান জড়িত ছিল! তখনও থ্যালাসেমিয়ার সম্পর্কে কিছুই জানতাম না। তানভীরা আপা মাঝে মাঝে থালাসেমিয়া ইস্যু নিয়ে আপসোস করতেন। কিন্তু আমি এটির সিরিয়াসনেস সম্পর্কে জানতাম না। আমাদের ব্লাড ক্যান্সার পেপারটি পাবলিশ হওয়ার পর নেটওয়ার্ক বেড়ে গেল। প্রফেসর মোরশেদ স্যার এবং কিছু হেমাটোলজ

চিকুনগুনিয়া গবেষণা নিয়ে বিআরএফ এর নামে মিথ্যাচার

সম্প্রতি চিকুনগুনিয়া নিয়ে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের চলমান সমীক্ষা ও গবেষণা নিয়ে কতপয় ব্যক্তি ফেইসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে দুইটি আইডি রিপোর্ট করেছি এবং সেগুলো রিপোর্ট করার পর থেকে আর দেখা যাচ্ছে না। ধারণা করা যায় ফেইসবুক কর্তৃপক্ষ ফেইক আইডিগুলো বন্ধ করে দিয়েছে। ইতোপূর্বে সেসব আইডি থেকে বিভিন্ন সময়ে করা আমাদের পোস্টগুলো কপি করে তার মধ্যে মিথ্যা তথ্য সংযুক্ত করে আবার ফেইসবুকে ছড়িয়েছে। এতে করে অনেকের মনে সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমরা উল্লেখ করতে চাই যে চিকুনগুনিয়া গবেষণা নিয়ে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন কোন ফান্ড সংগ্রহ করছে না। অংশগ্রহণকারি গবেষক ও রিসার্চ সহকারিবৃন্দ ভলান্টারি উদ্যোগে কাজ করছেন। বাংলাদেশে বা বিদেশে যদি চিকুনগুনিয়া নিয়ে আমাদের নাম ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ফান্ড চায় তাহলে ধরে নিন তারা ১০০% প্রতারক। বিআরএফ এবং চিকুনগুনিয়া নিয়ে আমাদের প্রচার মাধ্যমগুলো নীচে দেয়া হলোঃ অফিসিয়াল ওয়েব পেইজ http://brfbd.org অফিশিয়াল ব্লগ http://blog.brfbd.org ফেইসবুকে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন https://www.facebook.c

চিকুনগুনিয়া আউটব্রেক (২০১৭) নিয়ে একটি কম্প্রিহেনসিভ রিসার্চ পেপার

বহুল আলোচিত চিকুনগুনিয়া (২০১৭) নিয়ে গবেষণার বিস্তারিত ফলাফল বিখ্যাত জার্নালে প্রকাশিত হয়েছে। ২০১৭ সালের বহুল আলোচিত চিকুনগুনিয়া আউটব্রেক নিয়ে একটি কম্প্রিহেনসিভ রিসার্চ পেপার অতি সম্প্রতি একটি বিখ্যাত জার্নালে ( PLos Neglected Tropical Diseases ) প্রকাশিত হয়েছে। এতে বিশদভাবে চিকুনগুনিয়ার বিভিন্ন উপসর্গ, রোগ নির্ণয় ও চিকিৎসায় খরচ এবং আক্রান্ত ব্যক্তির জীবনযাত্রায় এর প্রভাব কেমন তা বিশ্লেষণ করা হয়েছে। গত বছর এই সময়ে (জুন, ২০১৭) ঢাকা নগরীতে ভয়াবহ চিকুনগুনিয়া আউটব্রেক ছড়িয়ে পড়েছিল। পত্র- পত্রিকায়, রাস্তা-ঘাটে, অফিস-আদালতে, শিক্ষা প্রতিষ্ঠান- সব জায়গাতে আলোচনার বিষয় ছিল চিকুনগুনিয়া। নগরীর হাসপাতাল এবং ক্লিনিকগুলো ছিল রোগীতে পরিপূর্ণ। এ রোগে আক্রান্ত হলে পুরো শরীরের জয়েন্টসমূহে অসহ্য ব্যথার সাথে প্রচন্ড জ্বর হয়। যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবনযাত্রা স্থবির হয়ে যায়। এজন্য এ রোগকে “ল্যাংডা জ্বর” হিসেবে অভিহিত করা হয়। এর আগে বাংলাদেশে বড় স্কেলে চিকুনগুনিয়া আউটব্রেক হয়নি। রোগটির ক্লিনিক্যাল লক্ষণ এবং সার্বিক ব্যবস্থাপত্র সম্পর্কে অপরিচিত থাকার কারণে জনমনে আতংক ছড়িয়ে পড়ে। আইইডিসিআর এর তথ্