Skip to main content

রিসার্চ করে কী লাভ?

বেশ কয়েক মাস আগে দেশের অন্যতম শিল্পপতির (টেক্সটাইল সেক্টরে) সাথে সাক্ষাত করেছিলাম যিনি খুব ভাল মনের মানুষ। বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের কথা জেনে তিনি নিজে আমাদের সাথে কথা বলতে চেয়েছেন। সেখানে তিনি আরেক শিল্পপতি বন্ধুকেও আমাদের আলোচনা শুনতে ইনভাইট করেছিলেন। প্রায় দেড় ঘণ্টা মিটিং-এ তিনি দারিদ্য বিমোচন নিয়ে কথা বললেন। একজনকে রিক্সা কিনে দিলে কি লাভ হয় তা বুঝালেন। বস্তির শিশুদের স্কুলে পড়ানোর ইস্যুও তুললেন। কিন্তু রিসার্চ করে কি ধরনের ভিজিবল বেনিফিট দেখার স্কোপ আছে? আমরা সেসময় আমাদের থ্যালাসেমিয়া রিসার্চ প্রজেক্টের কথা বললাম। আমরা পেপার লিখছি। দেশের একটি বড় প্রবলেমকে আমরা রিসার্চের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।এতে দেশের স্বাস্থ্য মন্ত্রানালায় হয়ত উদ্যোগ নিতে পারে। আগে তো প্রবলেমকে জানতে হবে, তাই না? দেশের প্রায় এক থেকে দেড় কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক। একটি পরিবারে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু থাকলে পুরো পরিবারটি ধবসে পড়ে।এটি বোধগম্য থাকলে তা সমাধান করা যাবে। দেশের সরকার উদোগ নিলে মিলিয়ন মিলিয়ন মানুষ সেবা পাবে।আমরা অনেক চেষ্টা করেও বুঝাতে পারলাম না। তিনি মনে করলেন সেগুলো থিউরী,বাস্তবে সম্ভব না! ফেরার সময় মনে হলো সাধারন মানুষকে রিসার্চের ফাইন্ডিংস এর সুদূরপ্রসারী ইম্পেক্ট বুঝাতে আমাদের কিছু ভিজিবল আউটকাম সৃষ্টি করতে হবে।

মাত্র কয়েক মাসের ব্যবধানে আমাদের থ্যালাসেমিয়া পেপারটি পাবলিশ হয়। পরবর্তীতে এটি ফেসবুকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রনালয়ে পৌঁছে যায়। রংপুর মেডিকেল কলেজের একজন শিক্ষক তিনি ফেসবুকের মাধ্যমে সরকারের দৃষ্টিগোচর করেন। তিনি আমার সাথে পার্সোনালীও যোগাযোগ করে সেখানের আলোচনাতে অংশ নিতে বলেন। সেখানে দেশে যারা থ্যালাসেমিয়া নিয়ে কাজ করে যাচ্ছে তারাও একত্রিত হন। অনেক ফলপ্রসূ আলোচনা হয়। অবশেষে স্বাস্থ্য মন্ত্রনালয় মিটিং এর আয়োজন করেন। চিকুনগুনিয়াতে আক্রান্ত হওয়ার কারনে আমি মিটিং-এ যেতে পারিনি। তবে আমাদের পাবলিশ পেপারটি যোগসূত্র স্থাপনে ভূমিকা রেখেছে। আগত সদস্যদের সবাইকে ঐ পেপার কপি করে দেয়া হয়!থ্যালাসেমিয়া নিয়ে যাতে পলিসি হয় তা নিয়ে সেজন্য দেশের সিনিয়র বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন। হয়ত কয়েক বছরের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় থ্যালাসেমিয়া স্ক্রিনিং এবং ডায়াগনোসিসের সিস্টেম গড়ে উঠবে যার ফলে মিলিয়ন মিলিয়ন মানুষ উপকৃত হবে। আমরা প্রজেক্টের শুরু থেকেই এই উদ্দেশ্যকে সময় এবং মেধা ব্যয় করেছিলাম।
আশা করি ঐ শিল্পপতির সাথে আবার সাক্ষাত করব। হয়ত তিনি এবার রিসার্চ আউটপুটের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন! চিকুনগুনিয়া রিসার্চ প্রজেক্ট নিয়ে আমাদের অক্লান্ত এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যত রোগীরা উপকৃত হবেন। আমাদের উচিত শুধু পজিটিভ প্রচেষ্টা চালিয়ে যাওয়া। বাকীটা আল্লাহ দেখবেন।

Comments

Popular posts from this blog

শিশুদের ওবিসিটি বা স্হূলতা নিয়ে মায়েদের ধারণা সম্পর্কিত গবেষণার ফল প্রকাশিত হল

জেলা শহর লেভেলে প্রায় ৬৫% মা শিশুদের স্থূলতাকে কোন সমস্যা মনে করেন না বা এ সম্পর্কে কোন ধারণা নেই।   মা'দের ধারণা অনুযায়ী মাত্র ৩% শিশু মোটা বা মোটা টাইপের কিন্তু বাস্তবে দেখা গেছে জামালপুর শহরে এই বয়স গ্রুপে ১৪% শিশু স্থূল (Overweight/obese)। প্রায় ৭০% মায়েরা জানেন না শিশুর স্থূলতার কারণে ভবিষ্যতে কী কী অসুখ শরীরে বাসা বাঁধতে পারে। ঢাকা, জানুয়ারি ১২, ২০১৯:   শিশুদের ওবিসিটি বা স্হূলতা যে একটি স্বাস্থ্য সমস্যা সেটি নিয়ে আমাদের দেশে মায়েদের ধারণা খুবই কম। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে ৬৫% মা মনে করেন শিশুদের স্হূলতা কোন স্বাস্থ্যগত সমস্যা নয়। রিপোর্টটি ইন্টারন্যশনাল জার্নাল অফ এনভারমেন্টাল রিসার্চ এন্ড পাবলিক হেলথ নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।  বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন এর উদ্যোগে জামালপুর শহরে পরিচালিত একটি জরিপের ফলাফল থেকে এই তথ্য জানা গিয়েছে। জামালপুর শহরের ১২টি স্কুলে স্ট্র্যাটিফাইড স্যামপ্লিং করে সেকুল্যার স্কুল এবং নুরানী মাদ্রাসার ৪ থেকে ৭ বছর বয়সী শিশু এবং তাদের মায়েদের এই গবেষণায় অন্তর্ভূক্ত করা হয়। মোট ৬৫০ জন মা ...